হায়দরাবাদের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে উজ্জ্বল সিরাজ, আইপিএলকেই বেছে নিয়েছেন জবাবের মঞ্চ হিসেবে

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএলের সর্বশেষ ম্যাচে মোহাম্মদ সিরাজ দেখালেন দুর্দান্ত পারফরম্যান্স। মাত্র ১৭ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন গুজরাট টাইটান্সের এই ডানহাতি পেসার। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সের পাশাপাশি জাতীয় দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা নিয়েও খোলামেলা কথা বলেন তিনি।

সিরাজ বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়াটা আমার জন্য বড় ধাক্কা ছিল। কিন্তু আমি ভেঙে পড়িনি। নিজের ফিটনেসে মনোযোগ দিয়েছি এবং যেসব ভুল করছিলাম, সেগুলো শুধরে নিতে কাজ করেছি। এখন আমি বোলিংটা উপভোগ করছি।” Free social casino – jdb777

জাতীয় দল থেকে বাদ পড়ার পর নিজের দক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল বলেও জানান সিরাজ। তবে সময়ের সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস ফিরে পান তিনি। “একজন পেশাদার ক্রিকেটার হিসেবে দীর্ঘদিন জাতীয় দলে খেলার পর বাদ পড়লে নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ জাগে। আমারও হয়েছিল। তবে আমি নিজেকে বোঝাতে পেরেছি যে ভালো খেললে ফিরে আসা সম্ভব—আর এখন সেটাই হচ্ছে। বল দু’দিকেই সুইং করানোই আমার সবচেয়ে প্রিয় কাজ,” বলেন তিনি।

হায়দরাবাদের ইনিংসে ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে শুরুতেই ধাক্কা দেন সিরাজ। এরপর নিজের শেষ ওভারে আরও দুইটি উইকেট নিয়ে প্রতিপক্ষের টেল এন্ড গুঁড়িয়ে দেন। তিনি জানান, তার এই সাফল্যের পেছনে আইপিএলের একটি নতুন নিয়ম বড় ভূমিকা রেখেছে।

সিরাজ বলেন, “এখন বল থুতু দিয়ে ঘষা যাচ্ছে, ফলে সুইং পাওয়া সহজ হয়েছে। এলবিডব্লিউ কিংবা বোল্ড করার সুযোগও বেড়েছে।” Free slot games – jdb777

উল্লেখ্য, কোভিড-পরবর্তী সময়ে বলে থুতু লাগানো নিষিদ্ধ করেছিল বিসিসিআই। তবে চলতি আইপিএল থেকে সেই নিয়ম তুলে নেওয়ায় বোলাররা আবার থুতু ব্যবহার করতে পারছেন, যা পেসারদের সুইং করতে সাহায্য করছে বলে মত সিরাজের।

যদিও গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন, সিরাজের জন্মস্থান হায়দরাবাদ। ফলে নিজের শহরে, নিজের পরিবারের সামনে এমন পারফরম্যান্স তার কাছে বিশেষ কিছু। “উইকেটটা একটু মন্থর ছিল, আমি সেটার সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। সঠিক লেংথে বল করেছি। নিজের শহরে পরিবারের সামনে ম্যাচ সেরা হওয়া এক অনন্য অনুভূতি,” আবেগ নিয়ে বলেন তিনি।

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষেও ম্যাচ সেরা হয়েছিলেন সিরাজ—সেই দলই তাকে ধরে রাখেনি। ফলে এবারের আইপিএল যেন সিরাজের জন্য কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং নিজেকে প্রমাণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। Free social casino – jdb777